অ্যাকসেসিবিলিটি লিংক

ইউক্রেনের পূর্বাঞ্চলের ডোনেটস্ক স্বাধীনতা ঘোষনা করেছে



ইউক্রেনের পূর্বাঞ্চলের ডোনেটস্ক এলাকা ইউক্রেন থেকে স্বাধীনতা ঘোষনা করেছে এবং রাশিয়ার সংগে অন্তর্ভূক্ত হওয়ার জন্য মস্কোর প্রতি আহ্বান জানিয়েছে।

বিচ্ছিন্নতাবাদী নেতা ডেনিস পুশিলীন ঐ অঞ্চলকে “ডোনেটস্ক পিপলস রিপাবলিক বলে ঘোষণা করেছেন এবং তিনি বলেন এটি একটি সার্বভৌম রাষ্ট্র।

রাশিয়াপন্থী পূর্বাঞ্চলের আরেকটি এলাকাও নিজেদের স্বাধীন বলে ঘোষণা করেছে। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা RIA নোভোস্টি, ভ্যালেরি বোলোটোভের উদ্বৃতি দিয়ে বলছে “লুহানস্ক পিপলস রিপাবলিকের মানুষ নতুন জীবন শুরু করেছে কিয়েভ কর্তৃপক্ষ ছাড়া। তিনি কিয়েভকে সাম্রাজ্যাবাদী বলে মন্তব্য করেন।

দুটি অঞ্চলের বিচ্ছিন্নতাবাদীরা বলছে, ইউক্রেইন থেকে বিচ্ছিন্ন হওয়ার জন্য রবিবার যে গণভোট হয় তার পক্ষে ৯০ শতাশ ভোট পড়েছে। তবে এই ফলাফলের সত্যতা স্বতন্ত্রভাবে যাচাই করা যায়নি।
XS
SM
MD
LG