অ্যাকসেসিবিলিটি লিংক

Brett Kavanaughকে প্রেসিডেন্ট ট্রাম্পের উষ্ণ অভিনন্দন


কয়েক সপ্তাহব্যাপী বিতর্কিত যৌন হয়রানির অভিযোগ, স্বাক্ষ্য-দান এবং চূড়ান্তভাবে FBI 'র তড়িৎ তদন্ত শেষে, যুক্তরাষ্ট্র সেনেট Brett Kavanaugh কে সুপ্রিম কোর্টের বিচারক হিসাবে মনোনয়ন দিয়েছে I ৫০- ৪৮ ভোটে তিনি মনোনয়ন লাভ করেন I তবে তাঁর মনোনয়নের প্রতিবাদকারীরা কিনতু শেষ মুহূর্ত অব্দি "আমরা মানি না,""লজ্জা লজ্জা" ধ্বনি তুলে প্রতিবাদ জানাতে থাকেন I প্রেসিডেন্ট ট্রাম্প পরে, তাঁর মনোনীত ব্যক্তির মনোনয়নে উচ্ছাস প্রকাশ করে তাঁকে অভিনন্দন জানান I

আমরণ এই মনোনয়ন, তাঁকে, বহু দশক ধরে বিচারকের দায়িত্ব পালন করার সুযোগ এনে দেবে I

XS
SM
MD
LG