ইওরোপীয় ইউনিয়ন বৃটেনের সাথে একটি ব্রেক্সিট চুক্তি অনুমোদন করেছে। ইওরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডনাল্ড টাস্ক এক টুইটার বার্তায় বলেন, ব্রাসেলস-ঈক বৈঠকে ২৭ জন ইইউ নেতা ইইউ এবং বৃটেনের মধ্যেকার সম্পর্কের ভবিষ্যৎ সংক্রান্ত একটি চুক্তি অনুমোদন করেন। ইইউ থেকে বৃটেনের বেরিয়ে যাবার বিস্তারিত শর্তাবলী ৬০০ পৃষ্ঠার ঐ চুক্তিতে স্থান পেয়েছে। এখন বৃটেনের প্রধানমন্ত্রী টেরেসা মে অজনপ্রিয় ঐ চুক্তিটি সংসদে পাশ করানোর চ্যালেঞ্জের সম্মুখীন।