ব্রাজিল , রাশিয়া , চীন , ভারত ও দক্ষিন আফ্রিকাকে নিয়ে গঠিত অর্থনৈতিক গোষ্ঠি যা কিনা ব্রিক্স নামে পরিচিত সে গোষ্ঠীর পঞ্চম শীর্ষ বৈঠক শুরু হয়েছে দক্ষিন আফ্রিকার বন্দর-শহর ডারবানে আজ মঙ্গলবার ।
এ বৈঠকে যৌথভাবে বিশ্ব ব্যাঙ্ক ও আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডার আই এম এফের আদলে একটি উন্নয়ন ব্যাঙ্ক গঠন নিয়ে কথাবার্তা হবে ।
এ শীর্ষ বৈঠক শুরুর আগেই চীন ও ব্রাজিলের অর্থমন্ত্রীরা , দ্বিপাক্ষিক বানিজ্যে নিজ নিজ দেশের মুদ্রা , বিনিময় মুদ্রা হিসেবে ব্যবহার করবে – এ বাবদে একটি চুক্তি সই করেছে । দু’দেশের মধ্যে দু’ হাজার বারো সালে দ্বিপাক্ষিক বানিজ্যের পরিমান ছিলো অর্থের অঙ্কে সাড়ে শাত শ’ কোটি ডলার ।
ইতিমধ্যে , দক্ষিন আফ্রিকার প্রেসিডেন্ট জেকাব যুমা ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নিজেদের মধ্যে আলোচনা করেছেন বানিজ্য ও দ্বিপাক্ষিক চুক্তি সই নিয়ে ।
এ বৈঠকে যৌথভাবে বিশ্ব ব্যাঙ্ক ও আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডার আই এম এফের আদলে একটি উন্নয়ন ব্যাঙ্ক গঠন নিয়ে কথাবার্তা হবে ।
এ শীর্ষ বৈঠক শুরুর আগেই চীন ও ব্রাজিলের অর্থমন্ত্রীরা , দ্বিপাক্ষিক বানিজ্যে নিজ নিজ দেশের মুদ্রা , বিনিময় মুদ্রা হিসেবে ব্যবহার করবে – এ বাবদে একটি চুক্তি সই করেছে । দু’দেশের মধ্যে দু’ হাজার বারো সালে দ্বিপাক্ষিক বানিজ্যের পরিমান ছিলো অর্থের অঙ্কে সাড়ে শাত শ’ কোটি ডলার ।
ইতিমধ্যে , দক্ষিন আফ্রিকার প্রেসিডেন্ট জেকাব যুমা ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নিজেদের মধ্যে আলোচনা করেছেন বানিজ্য ও দ্বিপাক্ষিক চুক্তি সই নিয়ে ।