অ্যাকসেসিবিলিটি লিংক

ইটালির মহাসড়কের একটি সেতু বিধ্বস্ত, ৩৫ জনের প্রাণহানি


ইটালির জেনোয়ায় মহাসড়কে বিধ্বস্ত একটি সেতুর ধ্বংসাবেশেষর ভেতর থেকে উদ্ধারকারিরা সারা রাত ধরে জীবিত লোকজনের সন্ধান করেছে।

মঙ্গলবার কোন সতর্কবাণী ছাড়াই যে প্রচন্ড ঝড় আসে তাতেই মোরান্দি সেতুর একটি বিশাল অংশ ভেঙ্গে পড়ে এবং গাড়িগুলো ৪৫ মিটার নীচে পড়ে যায়।

বিশাল কংক্রিট এবং ইস্পাতের অংশ, ঐ সেতুর তলায় অবস্থিত শিল্প নগরীর গুদামে গিয়ে পড়ে।

এই ঘটনায় এ পর্যন্ত কমপক্ষে ২৬ জনের প্রাণহানি ঘটেছে, অনেকই বলছেন এই সংখ্যা ৩৫ ও হতে পারে। কর্তৃপক্ষ বলছে সেতুটি বিধ্বস্ত হবার সময়ে অন্তত তিরিশটি গাড়ি নীচে পড়ে যায়। দমকল বাহিনীর একজন কর্মকর্তা বলছেন যে সাতজনকে ধ্বংসাবেশেষের ভেতর থেকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। কর্তৃপক্ষ বলছে যে মৃতদের সবাই সেখানকার গাড়িচালক তবে কাছে দাঁড়ানো কেউই প্রাণ হারাননি। টেলিভিশনের ছবিতে এ ঘটনার ভয়াবহ দৃশ্য দেখা যায়।

এই সেতুটি ইটালি এবং ফ্রান্সের মধ্যে দুটি প্রধান মহাসড়ককে সংযুক্ত করেছে। ইটালির উপ প্রধানমন্ত্রী মাতেও সালভিনি বলেছেন যে এই দূর্যোগে এটাই বোঝা যাচ্ছে যে ইটালিকে তার অবকাঠামোর জন্য আরও বেশি করে ব্যয় করতে হবে , তা ইউরোপীয় ইউনিয়নের বাজেটের চাইতে বেশি হলেও ।

XS
SM
MD
LG