অ্যাকসেসিবিলিটি লিংক

বৃটেনে ভারত ভেরিয়েন্ট ভাইরাসের উপস্থিতিতে প্রধানমন্ত্রী জনসন উদ্বিগ্ন 


বৃটেনের প্রধানমন্ত্রী, বরিস জনসন বিশেষ ধরণের ভারতে প্রথম সনাক্ত হওয়া ভ্যারিয়েন্ট, বৃটেনে সক্রিয় হওয়াতে বৃহস্পতিবার উদ্বেগ প্রকাশ করেনI তিনি বেশি উদ্বিগ্ন এই কারণে যে যখন লক ডাউন শিথিল করার চিন্তা ভাবনা শুরু হয়েছে, তখনই ইংল্যান্ডে এই আগ্রাসী ভাইরাস দেখা দিয়েছেI

প্রধানমন্ত্রী জনসন বলেন তাঁর কথায়, "এটি উদ্বেগ সৃষ্টি করা এক ভেরিয়েন্ট, যা আমাদেরকে ভাবিয়ে তুলেছেI আমরা নিশ্চিতভাবে সব ধরণের বিচক্ষণ ও সতর্কতামূলক পদক্ষেপ নেবোI আমরা আলোচনা করে ঠিক করবো সঠিক কি পদক্ষেপ আমরা নিতে পারি"I

প্রধানমন্ত্রীর মন্তব্যের পর এমন জল্পনা শুরু হয়েছে, যে সরকার হয়তোবা উপদ্রুত এলাকায় পরীক্ষার সঙ্গে সঙ্গে ভ্যাকসিন কর্মসূচিও জোরদার করবেন I

XS
SM
MD
LG