অ্যাকসেসিবিলিটি লিংক

ম্যানচেস্টারের বিস্ফোরণ ঘটনায়, কমসে কম ২২ ব্যক্তির মৃত্য- ইসলামিক স্টেইটের দায়দায়িত্ব দাবি


সোমবার রাতে বিলেতে, ম্যানচেস্টার শহরের কনসার্ট হলের বাইরে যে বিস্ফোরণ ঘটে, ইসলামিক স্টেইট তার দায় দায়িত্ব দাবি করেছে-বৃটিশ পুলিশ বলছে- কমসে কম ২২ ব্যক্তির মৃত্যু হয়েছে ওতে।

ঘটনা ঘটে ২১ হাজার আসন বিশিষ্ট ম্যানচেস্টার এরিনার বহিরাঙ্গন চত্বরে- এ্যামেরিকান পপ তারকা আরিয়ানা গ্রান্ডের সঙ্গীতানুষ্ঠানের শেষে।

পরে এক টুইটবার্তায় গ্রান্ডে লিখেছেন- ‘আমি ভেঙ্গে পড়েছি একেবারে, অন্তরের অন্ত:স্থল থেকে বলছি আমি, আমি মর্মাহত খুবই- প্রকাশের ভাষা নেই আমার’।

প্রতিক্রিয়া ব্যক্ত করে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প আততায়িদের – অন্যান্য সন্ত্রাসীদের উদ্দেশ করে বলেছেন- এরা হ’লো অশুভ, হতভাগার দল। ইস্রাইল থেকে তিনি হতাহতদের – তাঁদের পরিবার পরিজনের প্রতি সমবেদনে জানিয়েছেন- দু:খ প্রকাশ করেছেন।বৃটেনের রানী এলিযাবেথ একে ভয়ংকর একটা ঘটনা বলে অভিহিত করেছেন এবং ত্রাণ কর্মিদের কাজের প্রশংসা করেছেন। এছাড়া শোকবার্তা দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-রূশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পূটীন-ক্যানাডার প্রধানমন্ত্রী জাস্টীন ট্রুডো-জার্মান চান্সেলার এ্যাঙ্গেলা মার্কেল-ফরাসী প্রেসিডেন্ট এমানুয়েল মাকরঁ এবং অন্যান্যেরা।

XS
SM
MD
LG