অ্যাকসেসিবিলিটি লিংক

তেলবাহী ট্যাংকারের পথরোধ করার চেষ্টা করেছে ইরান অভিযোগ ব্রিটেনের


ব্রিটেন আজ বলেছে যে ইরানের জাহাজগুলো হরমুজ প্রণালীতে তাদের একটি তেলবাহী ট্যাংকারের পথরোধ করার চেষ্টা করে। সরকারি এক বিবৃতিতে জানানো হয়েছে যে এই ঘটনার সঙ্গে তিনটি ইরানি জাহাজ সম্পৃক্ত, তবে তারা সরে আসে যখন তারা একটি ব্রিটিশ যুদ্ধ জাহাজ থেকে সতর্ক বার্তা পায়।

ইরানের রেভ্যুলিউশানারি গার্ড ব্রিটেনের এই অভিযোগ অস্বীকার করেছে। সেখানকার আধা সরকারি ফার্স বার্তা সংস্থায় প্রকাশিত বিবৃতিতেবলা হয়েছে গার্ডের টহলদারি জাহাজাগুলো রুটিন মাফিক কাজ করে যায় এবং তাদের সঙ্গে বিদেশি কোন জাহাজের বিশেষ করে ব্রিটিশ জাহাজের কোন সংঘাত হয়নি।

গত সপ্তায় ইরানি তেলবাহী ট্যাংকার আটক করায় গতকাল ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি সতর্ক করে দেন যে ব্রিটেন এর পরিণতি ভোগ করবে। তবে তিনি সুনির্দিষ্ট ভাবে কিছু বলেননি। সন্দেহ করা হয় যে নিষেধাজ্ঞা অমান্য করে ইরানি তেলবাহী জাহাজটি সিরিয়ায় তেল নিয়ে যাচ্ছিল।

ওয়াশিংটন তেহরানের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরও কঠোর ভাবে প্রয়োগ করায় এবং ইরানের তেল রপ্তানিতে বাধা সৃষ্টি করায়, পারস্য উপসাগরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা আর বেড়ে গেছে।

XS
SM
MD
LG