রাশিয়ার সাবেক গুপ্তচর স্ক্রিপাল কে যেই নার্ভ এজেন্ট দিয়ে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল সম্প্রতি ব্রিটেনে এক নারী সেই একই নার্ভ এজেন্টের বিষক্রিয়ায় মারা গেছেন। ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী Gavin Williamson রাশিয়াকে দোষারোপ করেছেন এই মৃত্যুর জন্য। তিনি মনে করেন পুরো বিশ্ব তার সাথে একমত হয়ে রাশিয়ার বিরুদ্ধে নিন্দা জানাবে। ব্রিটেনে এই নারীর মৃত্যুর সঙ্গে মস্কোর যোগসাজশ থাকার সন্দেহকে অযৌক্তিক মনে করছে রাশিয়া। ক্রেম্লিনের মুখপাত্র Dmitry Peskov বলেন রাশিয়া অত্যন্ত উদ্বিগ্ন ব্রিটেনে এই নার্ভ এজেন্টের ব্যবহার নিয়ে তবে রাশিয়ার সঙ্গে কোনও সম্প্রিক্ততা নেই বলে তিনি জানান। ব্রিটেনের পুলিশ এই হত্যার তদন্ত করছে। হঠাৎ অসুস্থ হবার পর চুয়াল্লিশ (৪৪) বছর বয়সী Dawn Sturgess কে দক্ষিণ ইংল্যান্ডের সালিসবারি শহরের হাসপাতালে নিয়ে যাবার পর তিনি মারা যান। পুলিশ জানিয়েছে Novichok দিয়ে বিষাক্ত করা হয়েছে। স্ক্রিপালকে বিষপ্রয়োগে হত্যার জন্য রাশিয়াকে দায়ী করে ব্রিটেন কিন্তু রাশিয়া টা অস্বীকার করে আসছে।