অ্যাকসেসিবিলিটি লিংক

ব্রিটেন ১২ থেকে ১৫ বছর বয়সীদের টীকা দেবার পরিকল্পনা করছে


লক ডাউন শিথিল হওয়ার পর, শিশুরা মাস্ক পরে স্কুলে প্রথম দিনের পড়াশোনায় অংশ নিচ্ছে ফাইল ছবি, ৮ই মার্চ, ২০২১, ছবি টোবি মেলভিল/রয়টার্স
লক ডাউন শিথিল হওয়ার পর, শিশুরা মাস্ক পরে স্কুলে প্রথম দিনের পড়াশোনায় অংশ নিচ্ছে ফাইল ছবি, ৮ই মার্চ, ২০২১, ছবি টোবি মেলভিল/রয়টার্স

জন্স হপকিন্স করোনা ভাইরাস তথ্য কেন্দ্র, রবিবার সকালে জানায় যে তারা বিশ্বব্যাপী ২২ কোটি ৪৩ লক্ষ কোভিড সংক্রমণ এবং বিশ্বে ৪০ লক্ষ ৬০ হাজার মৃত্যু রেকর্ড করেছে I তথ্য কেন্দ্রটি আরো জানায়, এ যাবৎ জনগণের মাঝে ৫৭০ কোটি ভ্যাকসিন দেয়া হয়েছে I

ব্রিটেন, এ সপ্তাহেই করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে, ১২ থেকে ১৫ বছরের শিশুদের টিকাদান কর্মসূচি ঘোষণা করতে চলেছেI এ মাসের শেষে এই কর্মসূচি চালু হতে পারেI

জাপান সরকার জানাচ্ছেন, সেখানে জনগোষ্ঠীর ৫০% 'র অধিক ভ্যাকসিন নিয়েছেন I অর্থমন্ত্রী, ইয়াসু তোশি নিশিমুরা টেলিভিশন সাক্ষাৎকারে জানান, সেপ্টেম্বরের শেষ নাগাদ এই টিকাদানের হার ৬০ শতাংশে গিয়ে পৌঁছাবেI

মিয়ানমার সরকার সে দেশে বর্ধিত রাজনৈতিক উত্তেজনার মাঝে, তৃতীয় সংক্রমণের ঢেউ মোকাবেলা করছেI বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, মিয়ানমারে ৪ লক্ষের অধিক জনগণ সংক্রমিত হয়েছেন এবং ১৬,০০০'র বেশি লোক প্রাণ হারানI তবে সরকারি কর্মকর্তারা জানান, তাদের বিশ্বাস আসল সংখ্যা আরো বেশি ।

দি টাইমস অব ইন্ডিয়া পত্রিকা, ভারতের উত্তর পশ্চিমাঞ্চলীয় মিজোরাম রাজ্যে রবিবার, ১,০৮৯ জনের নতুন সংক্রমণ রেকর্ড করার পর, ৭০,০০০ মোট সংক্রমণের কথা জানায়, যাতে অন্তর্ভুক্ত রয়েছে ২৪৫টি শিশু I

জন্স হপকিন্স, ভারতে ৩ কোটি ৩২ লক্ষ সংক্রমণ রেকর্ড করেছে এবং সেখানে মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৪২ হাজার লোকের I তবে স্বাস্থ্য কর্মকর্তারা মনে করেন যে, এই সংখ্যা কম দেখানো হয়েছেI

কোভিড সংক্রমণের বেলায় যুক্তরাষ্ট্রের পরেই, ভারতের স্থানI যুক্তরাষ্ট্রে কোভিড সংক্রমণে ৪ কোটি ১০ লক্ষ লোক সংক্রমিত হয়েছেন এবং জন্স হপকিন্স কেন্দ্রের মতে যুক্তরাষ্ট্রে ৬ লক্ষ ৬০ হাজার লোকের মৃত্যু হয়েছেI

XS
SM
MD
LG