অ্যাকসেসিবিলিটি লিংক

বৃটেনে সনাক্তকৃত B117 ভাইরাস, এখন যুক্তরাষ্ট্রের প্রতিটি রাজ্যে দ্রুত হারে ছড়াচ্ছে 


যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র বা CDC 'র পরিচালক ড: রোসেল ওয়ালেনস্কি বুধবার জানান, বৃটেনে প্রথম সনাক্তকৃত, অত্যন্ত দ্রুত বর্ধনশীল, B117 ভাইরাস এখন যুক্তরাষ্ট্রের প্রতিটি রাজ্যে, প্রতি শহরে দ্রুত হারে ছড়িয়ে পড়ছেI তিনি এই পরিস্থিতিকে মহা বিপর্যয়ের এক ঝুঁকি বলে উল্লেখ করেনI

হোয়াইট হাউজে প্রেস ব্রিফিংয়ে ড: ওয়ালেনস্কি বলেন, নুতন এই আগ্রাসী ভাইরাস-সংক্রমণ, বিশেষতঃ শিশুদের মধ্যে দ্রুত হারে ছড়াচ্ছেI

তিনি বলেন, যুক্তরাষ্ট্রে আমরা প্রতিদিন গড়ে প্রায় ৩০ লক্ষ জনগণকে টিকা দিতে সমর্থ হয়েছি, প্রেসিডেন্ট বাইডেনের নিরলস প্রয়াসের ফসল, উৎসাহব্যাঞ্জক এই টিকা কর্মসূচি, নুতন ভাইরাসের বিস্তারের খবরে, যথেষ্টই বাধাপ্রাপ্ত হচ্ছেI

XS
SM
MD
LG