লন্ডনে পুলিশ সূত্রে বলা হয়, সোমবার খুব ভোরে একটি মসজিদের বাইরে পথচারীদের লক্ষ্য করে, একটি ভ্যান সজোরে ধাক্কা লাগায়। ওই হামলায় ১০জন আহত হয়। কর্তৃপক্ষ ওই ঘটনাকে সন্ত্রাসী তৎপরতা বলে বিবেচনা করছে।
ডেপিউটি অ্যাসিসটেন্ট কমিশনার নিল বসু হচ্ছেন সন্ত্রাস দমন বিভাগের উর্ধতন জাতীয় সমন্বয়ক। তিনি সোমবার সাংবাদিকদের বলেন এক ব্যক্তি যাকে ঘটনাস্থলে মৃত বলে বলা হয়েছিলো, ওই আক্রমণের আগেই সেখানে তার চিকিৎসা করা হচ্ছিল। নিল বসু বলেন এখনও বলা যাবে না যে ওই ব্যক্তির মৃত্যু ওই সন্ত্রাসী আক্রমণের সঙ্গে সংশ্লিষ্ট কিনা।
কর্তৃপক্ষ বলেছে পুলিশ অফিসাররা, ৪৮ বছর বয়স্ক ভ্যান চালককে গ্রেপ্তার করেছে। পুলিশ ঘটনাস্থলে আাসা অবধি, জনগন ওই ব্যক্তিকে ধরে রেখেছিল।