ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রী পদত্যাগ করেছেন। সে দেশে প্রায় ৭ দশক আগে ক্যারিবীয় অঞ্চল থেকে আগত বর্ষিয়ান অভিবাসীদের প্রতি কঠোর আচরণকে কেন্দ্র করে কেলেঙ্কারির মাঝে তিনি পদত্যাগ করলেন।
গত সপ্তাহে অ্যাম্বার রাড আইন প্রনেতাদের বলেছেন, যারা অবৈধ অভিবাসী বলে বিবেচিত, সরকার তাদের বহিষ্কার করার কোন পদক্ষেপ নেয়নি। কিন্তু এখন যে সব নথিপত্র প্রকাশ পাচ্ছে তা স্বরাষ্ট্র মন্ত্রী যা বলেছেন তার পরিপন্থী।
পাকিস্তানি অভিবাসীদের পুত্র, আবাসন মন্ত্রী সাজিদ জাভিদ নতুন স্বরাষ্ট্র মন্ত্রী হলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে আইন বলবৎ, অভিবাসন এবং সন্ত্রাসবাদ দমন কার্যক্রম বাস্তবায়ন করা হয়।
কয়েক মাস আগে থেকে তথাকথিত 'উইন্ডরাশ' কেলেঙ্কারি নিয়ে মে এবং রাড সমালোচনার সম্মুখিন হন। প্রধানত ক্যারিবীয় দ্বীপপুঞ্জ থেকে ৫০ এবং ৬০ দশকে, যারা উইন্ডরাশ জাহাজে ব্রিটেনে যান - তাদের অনেককে হঠাৎ করে অবৈধ অভিবাসী হিসাবে ঘোষণার কথা ফাঁস হয়ে যাওয়ার পর সরকারের বিরুদ্ধে নিন্দার ঝড় ওঠে।