অ্যাকসেসিবিলিটি লিংক

শীর্ষ সিরিয়ান কুটনীতিকের পক্ষত্যাগ: ব্রিটিশ কর্মকর্তা



ব্রিটেনের পররাষ্ট্র দপ্তর বলছে যে লন্ডোনে সিরিয়ার চার্জ দ্য এফেয়ার্স খালিদ আল আইয়ুবি প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকার পক্ষ ত্যাগ করেছেন। তিনি জানিয়েছেন যে তিনি আর প্রেসিডেন্ট আসাদের সরকারের প্রতিনিধিত্ব করছেন না।

সিরিয়ার সৈন্য ও বিদ্রোহীদের মধ্যে উত্তরের আলেপ্পো শহরে সংঘর্ষ অব্যাহত রয়েছে এবং উভয় পক্ষই বিজয় দাবি করছে। সরকার বলেছে যে তারা সালাহউদ্দিন এলাকায় প্রবশে করেছে এবং বিদ্রোহীদের ব্যাপক ক্ষতি সাধন করেছে।


তবে বিদ্রোহী বাহিনী এই খবর নাকচ করে দিয়ে বলেছে যে যদি ও লড়াই চলছে , কোন সরকারী সৈন্যই বিদ্রোহীদের ঐ শক্ত ঘাটিতেঁ প্রবেশ করতে পারেনি।

সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রী ওয়ালিদ আল মোয়াল্লেম আলেপ্পোতে বিদ্রোহীদের পরাস্ত করতে তাঁর সঙ্কল্প প্রকাশ করেন। তিনি সিরিয়ার ঘনিষ্ঠ মিত্র ইরান সফরের সময়ে এই মন্তব্য করেন।

মোয়াল্লেমের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আলী আকবর সালেহী আসাদ-উত্তর সময়ে ক্ষমতার কোন রকম শান্তিপূর্ণ হস্তান্তরের আশাকে নাকচ করে দিয়ে বলেছেন যে সেটা হচ্ছে অলীক স্বপ্ন মাত্র।
XS
SM
MD
LG