অ্যাকসেসিবিলিটি লিংক

বৃটেনের পুলিশ পাকিস্তান বিমানের ভেতর থেকে দুজনকে গ্রেপ্তার করেছে



বৃটেনের পুলিশ পাকিস্তান আন্তর্জাতিক এয়ার লাইন্সের যে বিমানটির গতিপথ বদল করে লন্ডনের কাছে একটি বিমান বন্দরে অবতরণ করায় সেই বিমানের ভেতর থেকে দুজনকে গ্রেপ্তার করেছে।

রয়াল এয়ার ফোর্সের জংগি জেট বিমান ঐ বিমানটির গতিপথ রোধ করে ষ্ট্যান্সটেড বিমান বন্দরে নিয়ে যায়। বিমানটি লাহোর থেকে ম্যানচেষ্টার যাচ্ছিল।

কর্তৃপক্ষ বলছে, বিমানের ভেতরে এমন একটি ঘটনা ঘটে যে কারনে তারা বলছে, দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এই সন্দেহ যে ঐ দুই ব্যাক্তি বিমানের জন্য বিপোদজক ছিল এবং বিমান অবতরণের পর তাদের সরিয়ে নেওয়া হয়েছে।
XS
SM
MD
LG