অ্যাকসেসিবিলিটি লিংক

ব্রিটেনে একজন সাংসদ খুন হবার পর নিরাপত্তা কর্মকর্তারা আরো হামলার আশংকা করছেন


ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন ও লেবার পার্টির নেতা কেইর স্টারমার ফুল হাতে এসেক্সের ওই এলাকা পরিদর্শন করছেন যেখানে সাংসদ ডেভিড এমেস ছুরিকাঘাতে নিহত হন, ১৬ই অক্টোবর, ২০২১/ছবি আলবার্তো পেজালি/এপি

গত সপ্তাহে একজন ব্রিটিশ আইনপ্রণেতাকে ছুরিকাঘাতে হত্যার জন্য দায়ী ব্যক্তিকে ব্রিটিশ সরকারের সন্ত্রাস বিরোধী "প্রিভেন্ট" নামক কর্মসূচির কাছে পাঠানো হয়েছিলI ওই ব্যক্তি উগ্রবাদী ইসলামী দীক্ষায় দীক্ষিত, তবে ব্রিটিশ কর্মকর্তারা নিশ্চিত করেছেন ব্রিটেনের অভ্যন্তরীণ গোয়েন্দা এজেন্সী M15 সহ দেশটির নিরাপত্তা কার্যক্রম তাকে নজরদারি করার মত বিপজ্জ্বনক ভাবেনিI

পুলিশ সন্দেহভাজন ব্যক্তির নাম প্রকাশ করেনি, তবে স্থানীয় মাধ্যমে তাকে ২৫ বছর বয়সী সোমালি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক, আলী হারবি আলী বলে শনাক্ত করা হয়েছেI ব্রিটেনের সানডে টাইমস পত্রিকা জানায় সন্দেহভাজন ব্যক্তির বাবা, সোমালিয়ার প্রধানমন্ত্রীর প্রাক্তন পরামর্শদাতা, হারবি আলী কুলানে জানান যে, ব্রিটেনের সন্ত্রাস বিরোধী পুলিশ উত্তর লন্ডনে তাঁর সঙ্গে দেখা করেছেI

শুক্রবার রক্ষণশীল এমপি, ডেভিড অ্যামেসের হত্যাকাণ্ডের পর সন্দেহভাজন ব্যক্তির বাবা পত্রিকাটিকে জানান, "আমি মানসিকভাবে অত্যন্ত বিপর্যস্ত, এমনটি আমি আশা করিনি বা স্বপ্নেও ভাবিনি"I

গাড়িপথে পূর্ব লন্ডন থেকে এক ঘন্টা দূরে একটি চার্চ হলে তাঁর নির্বাচনী এলাকার সভায় যোগ দিতে গেলে আইনপ্রণেতা অ্যামেসকে কয়েকবার ছুরিকাঘাত করা হয়I মেট্রোপলিটন পুলিশ হত্যাকাণ্ডের প্রাথমিক রিপোর্টে এই মৃত্যুকে সম্ভাব্য ইসলামী উগ্রবাদের" সঙ্গে সম্পৃক্ত করেছে, তবে সরকারিভাবে বিশদ কোন ব্যাখ্যা দেয়া থেকে বিরত থাকেI

আলীর জন্ম লন্ডনেI তবে তাদের বৃহত্তর পরিবারের অনেকেই এখনো সোমালিয়াতে বসবাস করছেন, যেখানে তার খালা মোগাদিশুর থিঙ্ক ট্যাঙ্কের প্রধানের দায়িত্বে রয়েছেনI আলীর চাচা চীনে সোমালিয়ার রাষ্ট্রদূত হিসাবে কাজ করছেনI

ব্রিটেনের নিরাপত্তা ও সন্ত্রাস বিরোধী সংস্থাগুলি মন্ত্রীদের সম্ভাব্য হামলা সম্পর্কে হুশিয়ার করে দিয়েছেI তাদের ভাষায় এসব "বেডরুম রাডিক্যালস, বা ঘরে বসে সন্ত্রাসবাদে দীক্ষিত এবং বিচ্ছিন্ন সন্ত্রাসবাদীরা মহামারী চলাকালীন লক ডাউনের সময় অনলাইনে উগ্রবাদে দীক্ষিত হয়েছে

XS
SM
MD
LG