অ্যাকসেসিবিলিটি লিংক

বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছেন


বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছেন এবং সরকার ভেঙ্গে দিয়েছেন। সেনাবাহিনী দেশের নিয়ন্ত্রণ নিয়েছে বলে মনে হচ্ছে। শুক্রবার সকাল সাতটা পর্যন্ত কারফিউ জারি করেছে। এর আগে সরকার ঘোষণা করে যে তারা সংবিধানের প্রস্তাবিত সংশোধন প্রত্যাহার করে নিচ্ছে। যার ফলে ১৯৮৭ সাল থেকে কর্মরত প্রেসিডেন্ট কম্পাওরে ‘আগামী বছরের নির্বাচনে আরেক মেয়াদের জন্যে দাঁড়াতে পারতেন। ঘোষণার পর রাষ্ট্র পরিচালিত টেলিভিশন কিছু সময়ের জন্যে বন্ধ হয়ে যায় কারণ বিক্ষোভকারীরা ভবনটি দখল করে নেয়। হাজার হাজার বিক্ষোভকারিকে থামানোর লক্ষ্যে সংসদ ভবনে দাঙ্গা পুলিশ কাঁদানে গ্যাস এবং জল কামান ব্যবহার করে তবে প্রতিবাদকারীরা শেষ পর্যন্ত ব্যারিকেড ভেঙ্গে ভবনে প্রবেশ করে। ক্ষমতাসীন দল দুই মেয়াদ প্রেসিডেন্ট থাকার বিধান যা কিনা ২০০০ সাল থেকে কার্যকর হয় ,তা বাদ দেওয়ার জন্য চাপ দিচ্ছিল। অন্যদিকে বিরোধীদল ক্ষমতাসীন দলের এই সিদ্ধান্তে আপত্তি জানিয়ে জনগণকে জাতীয় সংসদ অবরুদ্ধ করার আহ্বান জানায়।

XS
SM
MD
LG