অ্যাকসেসিবিলিটি লিংক

বর্মার পশ্চিমঞ্চলের উপকূলভাগে – বাংলাদেশ ভূখন্ডে মহাসেনের আঘাতে প্রবল জলোচ্ছ্বাস দেখা দিতে


জাতিসংঘ বলছে – বর্মার পশ্চিমাঞ্চলবর্তি উপকূল অঞ্চলে , সাগরবক্ষে , রহিঙ্গা মুসলিম শরনার্থিদের নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়ার সময় বেশ কয়েকটি নৌযান ডুবে গিয়ে কম হলেও আট জনের মৃত্যু হয়েছে । প্রলয়ংকারি ঘুর্নীর আকারে মহাসেন আসছে , এ আশংকায় হাজার হাজার শরনার্থি তাড়াহুড়ো হঠে যাচ্ছিলেন উপকূলভাগের নিচু এলাকার শরনার্থি শিবির থেকে । জাতিসংঘের মানবিক বিষয়াবলির সমন্বয়ক দফতরের সূত্রে বলা হচ্ছে প্রায় এক শ’র মতো শরনার্থি গোটা পাঁচ নৌযানে করে যাওয়ার সময় বর্মার রাখাইন প্রদেশের পকতও শহরতলির কাছাকাছি উপকূল ভাগের সমুদ্র তলদেশবর্তি শিলাস্তরে ধাক্কা লেগে তাঁদের নৌযানগুলো উল্টে যায় ।
বুধ অথবা বৃহস্পতিবার বর্মার পশ্চিমঞ্চলের উপকূলভাগে – বাংলাদেশ ভূখন্ডে মহাসেনের আঘাতে প্রবল জলোচ্ছ্বাস দেখা দিতে পারে বলে মানবাধিকার গোষ্ঠি রাইটস গ্রুপ বারবারই তাঁদের হূঁশিয়ার সঙ্কেতে উল্লেখ করে চলেছেন ।
XS
SM
MD
LG