বর্মার পুলিশ বলছে – বৈদ্যুতিক বিভ্রাটের কারণে আজ মঙ্গলবার ভোরে রেঙ্গুনের একটি মূসলিম মাদ্রাসায় আগুন লেগে ১৩টি বাচ্চা নিহত হয়েছে । পুলিশের প্রাথমিক তদন্তে দেখা গিয়েছে ট্রান্সফরমার থেকে ঐ অগ্নিকান্ডের সূত্রপাত হয় । এতে কোনোরকমের অপরাধ তত্পরতার সংশ্লিষ্টতা ছিলো না বলে পুলিশ বলছে । বর্মায় বৌদ্ধ-মূসলিম দাঙ্গার মাঝখানেই এ অগ্নিকান্ডের ঘটনা ঘটলো । ঐ মহল্লার এক বাসিন্দা জানান – ১৩/১৪ বছর বয়সি ঐ বাচ্চাগুলো অনাথ – মা বাবা কেউ নেই ।
পুলিশ কর্তা থেট লুয়িন সংবাদ মাধ্যমকে অনুনয় করে বলেন – এ ঘটনা কোনো সাম্প্রদায়িক সহিংসতার সঙ্গে সংশ্লিষ্ট , এমোনটি বলে কেউ যেন সংবাদ মাধ্যমে প্রচার না করেন ।
পুলিশ কর্তা থেট লুয়িন সংবাদ মাধ্যমকে অনুনয় করে বলেন – এ ঘটনা কোনো সাম্প্রদায়িক সহিংসতার সঙ্গে সংশ্লিষ্ট , এমোনটি বলে কেউ যেন সংবাদ মাধ্যমে প্রচার না করেন ।