সোমবার মিয়ানমারের আদালত রয়টার্সের দুই সাংবাদিককে যে রাষ্ট্রীয় গোপনীয়তা আইন লঙ্ঘনের অভিযোগে সাত বছরের কারাদন্ড দিয়েছে, যুক্তরাষ্ট্র তার তীব্র সমালোচনা করেছে। যুক্তরাষ্ট্র বলেছে ওই রায় অত্যন্ত উদ্বেগজনক এবং গণতন্ত্র প্রবর্তনের ক্ষেত্রে অবস্থার অবনতি হলো।
মিয়ানমারে যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে বলা হয়, সাংবাদিক ওয়া লোন এবং কিয়াও সো ওর বিরুদ্ধে মামলা ছিল ত্রুটিপূর্ণ এবং মিয়ানমারে আইনের শাসন ও বিচার বিভাগের স্বাধীনতা সম্পর্কে প্রশ্ন দেখা দিচ্ছে।
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সক্ট মারসিয়েল ভয়েস অফ আমেরিকাকে বলেন সাংবাদিক ও তাদের পরিবারদের জন্য ওই সংবাদ ছিল খুবই দুঃখজনক। তিনি বলেন যারা সংবাদ মাধ্যমের স্বাধীনতার জন্য অনেক কাজ করেন তাদের জন্যও এটা খুব দুঃখজনক।
ওই দুই সাংবাদিক গত ডিসেম্বর মাসে ইয়াংগনের এক রেস্তোরাঁয় দুই পুলিশ সদস্যের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন এবং তখন পুলিশ তাদের হাতে কিছু মোড়ানো কাগজ ধরিয়ে দেন এবং তার পরপরই সেখান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।