অ্যাকসেসিবিলিটি লিংক

বার্মার সামরিক জান্তা, মানবতার বিরুদ্ধে অপরাধের দায়ে অভিযুক্ত 


জাতিসংঘের একজন তদন্তকারী, বার্মার সামরিক জান্তাকে মানবতার বিরুদ্ধে সম্ভব্য অপরাধের দায়ে অভিযুক্ত করেছেনI তিনি আন্তর্জাতিক সমন্বিত পদক্ষেপের মাধ্যমে সামরিক সরকারকে বিচ্ছিন্ন করার আবেদন জানানI জাতিসংঘের নিরাপত্তা পরিষদ তাঁর রিপোর্টটি পর্যালোচনা করে দেখছেI

বিশেষ তদন্তকারী টমাস এন্ড্রুস, তাঁর রিপোর্টে জানান, পহেলা ফেব্রুয়ারী ক্ষমতা গ্রহণের পর, নিরাপত্তা বাহিনী অন্ততঃ ৭০জনকে হত্যা এবং জোরপূর্বক ২০০০'র বেশি লোককে গ্রেফতার করেছেI তিনি জানান, তাঁর কাছে ভিডিও প্রমাণাদি আছে, যাতে নিরাপত্তা বাহিনীকে প্রতিবাদকারীদের নির্মমভাবে মারধরকরার, সম্পত্তি ধ্বংস করা, দোকানপাট লুটপাট এবং এলোপাথারি লোকজনদের বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ছবি দেখানো হয়েছেI

তিনি বর্তমান সামরিক সরকারকে হত্যাকারী ও অবৈধ প্রশাসন বলে উল্লেখ করে বলেন, যে গণহত্যার দায়ে তাদেরকে আন্তর্জাতিক অপরাধী আদালতের মুখোমুখি হতে হবেI বার্মার সামরিক বাহিনী,রাখাইন রাজ্যে রোহিঙ্গ্যা মুসলমানদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের দায়ে অভিযুক্ত হয়েছেI

XS
SM
MD
LG