অ্যাকসেসিবিলিটি লিংক

মিয়ানমারের সামরিক জান্তা'র সম্মত প্রতিশ্রুতি না মানার লক্ষণ 


মিয়ানমারের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া থামাতে, বার্মাসহ আসিয়ানভুক্ত ১০টি দেশের নেতারা ২৪শে এপ্রিল সামরিক শাসক জেনারেল মিং আউং হ্লেইংয়ের সঙ্গে জাকার্তায় মিলিত হয়েছিলেনI আসিয়ান দেশগুলির বর্তমান চেয়ার, ব্রুনেই জানায়, নেতারা সত্বর সহিংসতা বন্ধে এবং সকল দেশের মধ্যে আলোচনাসহ ৫দফা প্রস্তাবে সম্মত হনI

তবে পরবর্তী দিনগুলিতে মিয়ানমারের জান্তা তাদের নিজেদের বিবৃতিতে এসব প্রস্তাবকে শুধুমাত্র "পরামর্শ" বলে উল্লেখ করে জানায়, তাদের অগ্রাধিকার দেশের আইন ও শৃঙ্খলা ফিরিয়ে আনা, তাই মিয়ানমার স্থিতিশীল হওয়া সাপেক্ষে তারা ৫দফা প্রস্তাব মানতে পারেI বিবৃতিতে আরো বলা হয় সম্প্রতি বহিষ্কৃত ডেপুটি ও আইনপ্রণেতাদের গোপন কমিটিকে স্থানীয় আইনের আওতায় সন্ত্রাসী সংগঠন বলে সনাক্ত করা হবেI

শনিবার রাষ্ট্রীয় পরিচালিত টেলিভিশনে উভয় গোপন কমিটি ও বিরোধী ন্যাশনাল ঐক্য সরকারকে সন্ত্রাসী গ্রূপ বলে উল্লেখ করা হয়I

XS
SM
MD
LG