অ্যাকসেসিবিলিটি লিংক

বর্মায় সাংবাদিকদের বিক্ষোভ- সহকর্মি সাংবাদিকের আটকের প্রতিবাদে


বর্মায় , বেশ কয়েক ডজন সাংবাদিক তাঁদেরই এক সহকর্মীর মুক্তির দাবীতে বিক্ষোভ করেছেন । তাঁদের ঐ সহকর্মিকে সেখানে তিনমাসের মেয়াদে জেলে পাঠানো হয়েছে ।
বিক্ষোভরত সাংবাদিক ও মতাদর্শী সংগ্রামীরা বিক্ষোভকালে যেসব প্ল্যাকার্ড প্রদর্শন করেন তাতে লেখা ছিলো – ‘ তথ্য প্রবাহের স্বাধীনতা গণতন্ত্রের জীবনী শক্তি ।’ তাঁরা ঐ বিক্ষোভের সময় রেঙ্গুনের কেন্দ্রাঞ্চলের ভেতর দিয়ে মিছিল করে যান । মা খাইন নামের ঐ নারী সাংবাদিককে গ্রেফতার করা হয় পুর্বাঞ্চলবর্তী কায়াহ রাজ্যে । সেখানে তিনি দূর্নীতি সংশ্লিষ্ট কিছু তথ্য সংগ্রহ ও তা দিয়ে রিপোর্ট প্রণয়নের কাজে ব্যাপৃত ছিলেন ।
XS
SM
MD
LG