অ্যাকসেসিবিলিটি লিংক

বর্মার রাখাইন প্রদেশে দাঙ্গার পর প্রায় এক লক্ষ রোহিঙ্গা বাস্তুচ্যুত হন


গত বছর বর্মার পশ্চিমাঞ্চলবর্তী রাখাইন প্রদেশে মূসলিম ও বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যেকার দাঙ্গার পর প্রায় এক লক্ষ রোহিঙ্গা বাস্তুচ্যুত হন । এর পর বহু মাস গত হয়ে গিয়েছে , দেশের বাদবাকি জনগোষ্ঠী হতে - বাদবাকি বিশ্ব থেকে বিচ্ছিন্ন তাঁরা – সরকারের আরক্ষা বাহিনী তাঁদেরকে বাইরেও যেতে দেয় না । এই শরনার্থীদের নিয়ে হিউম্যান রাইটস ওয়াচ গোষ্ঠী উদ্বেগ ব্যক্ত করেছে বুধবার প্রকাশিত তাঁদের একটি রিপোর্টে ।এ নিয়েই আলোচনা করছেন নিউ ইয়র্ক প্রবাসী সাংবাদিক-ভাস্যকার সৈয়দ মোহাম্মদউল্লাহ । ওয়াশিংটন স্টুডিও থেকে তাঁর সঙ্গে কথা বলেন সরকার কবীরূদ্দীন ।
please wait
Embed

No media source currently available

0:00 0:05:47 0:00
সরাসরি লিংক
XS
SM
MD
LG