অ্যাকসেসিবিলিটি লিংক

নির্বাচনের আগে বুরুন্ডিতে সহিংসতায় দুজন নিহত হয়


Student protesters seeking refuge crawl under the gates of the U.S. Embassy in the capital Bujumbura, Burundi, June 25, 2015.
Student protesters seeking refuge crawl under the gates of the U.S. Embassy in the capital Bujumbura, Burundi, June 25, 2015.

বুরুন্ডির রাজধানী বুজুমবুরায়, রবিবার প্রত্যক্ষদর্শীরা বলেছে, সহিংসতায় অন্তত দুজন নিহত হয়। নির্বাচনের আগের দিনগুলোতে সেখানে উত্তেজনা বাড়ছে।

বুরুন্ডির বিরোধী দলগুলো বলেছে, প্রেসিডেন্ট যে তৃতীয় মেয়াদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন তার প্রতিবাদে তারা জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে না।

বিরোধী গ্রুপগুলো বলেছে তারা সোমবারের সংসদীয় নির্বাচন এবং ১৫ই জুলাই প্রেসিডেন্ট বয়কট করবে। তারা বলেছে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না।

প্রেসিডেন্ট পিয়ের এনকুরুনজিজার সমালোচকরা বলেছেন, সংবিধানে যে দুই মেয়াদের পর প্রতিদ্বন্দ্বিতা করার উপর নিষেধাজ্ঞা আছে, এবং যে সব চুক্তির অধীনে বুরুন্ডির গৃহযুদ্ধের অবসান হয়েছে, তিনি তা লঙ্ঘন করছেন। বুরুন্ডির সাংবিধানিক আদালত বলেছে প্রেসিডেন্ট প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন কারণ ২০০৫ সালে তার প্রথম ৫ বছরের মেয়াদে তিনি নির্বাচিত হন সংসদে, ভোটারদের দ্বারা নয়।

XS
SM
MD
LG