অ্যাকসেসিবিলিটি লিংক

নিরাপত্তা পরিষদ বুরুণ্ডির বিরোধী নেতার হত্যাকাণ্ডে নিন্দা জানিয়েছে


Police and army clear barricades set by opposition demonstrators in the Cibitoke district of the capital Bujumbura, in Burundi, May 25, 2015.
Police and army clear barricades set by opposition demonstrators in the Cibitoke district of the capital Bujumbura, in Burundi, May 25, 2015.

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বুরুণ্ডির একজন বিরোধী নেতার হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে। ঐ হত্যাকাণ্ডের কারণে জাতিসংঘের উদ্যোগে আলোচনার মাধ্যমে দেশটির সংকট নিরসনের যে চেষ্টা চলছে, তা বাধাগ্রস্থ হয়েছে। রবিবার Union for Peace and Development – এর নেতা জেডি ফেরুজিকে সমাধিস্থ করা হয়। তার একদিন আগে রাজধানী বুজুমবুরায় তাকে এবং তার দেহরক্ষীকে গুলি করে হত্যা করা হয়। রবিবার এক বিবৃতিতে নিরাপত্তা পরিষদ ঐ হত্যাকাণ্ড এবং গত সপ্তাহে বুজুমবুরায় আরেকটি সহিংস হামলার নিন্দা জানায়।

XS
SM
MD
LG