জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বুরুণ্ডির একজন বিরোধী নেতার হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে। ঐ হত্যাকাণ্ডের কারণে জাতিসংঘের উদ্যোগে আলোচনার মাধ্যমে দেশটির সংকট নিরসনের যে চেষ্টা চলছে, তা বাধাগ্রস্থ হয়েছে। রবিবার Union for Peace and Development – এর নেতা জেডি ফেরুজিকে সমাধিস্থ করা হয়। তার একদিন আগে রাজধানী বুজুমবুরায় তাকে এবং তার দেহরক্ষীকে গুলি করে হত্যা করা হয়। রবিবার এক বিবৃতিতে নিরাপত্তা পরিষদ ঐ হত্যাকাণ্ড এবং গত সপ্তাহে বুজুমবুরায় আরেকটি সহিংস হামলার নিন্দা জানায়।