অ্যাকসেসিবিলিটি লিংক

পাকিস্তানে বাস দুর্ঘটনায় ৯ জন চীনা নাগরিকসহ নিহত ১৩


File Photo
File Photo

পাকিস্তানের একজন সরকারি কর্মকর্তা বলছেন চীনা ও পাকিস্তানি নির্মাণ শ্রমিকদের বহনকারী একটি বাস উত্তর-পশ্চিমাঞ্চলের একটি পাহাড়ি পিচ্ছিল  রাস্তা দিয়ে যাবার সময়ে নদীতে পড়ে গেলে অন্তত ১৩ জন প্রাণ হারায়, যাদের মধ্যে ৯ জন চীনা নাগরিক। একজন উপকমিশনার বলছেন খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহিস্তান জেলায় এই দূর্ঘটনায় কমপক্ষে ৩৬ জন আহত হয়েছেন।

পাকিস্তানের একজন সরকারি কর্মকর্তা বলছেন চীনা ও পাকিস্তানি নির্মাণ শ্রমিকদের বহনকারী একটি বাস উত্তর-পশ্চিমাঞ্চলের একটি পাহাড়ি পিচ্ছিল রাস্তা দিয়ে যাবার সময়ে নদীতে পড়ে গেলে অন্তত ১৩ জন প্রাণ হারায়, যাদের মধ্যে ৯ জন চীনা নাগরিক। একজন উপকমিশনার বলছেন খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহিস্তান জেলায় এই দূর্ঘটনায় কমপক্ষে ৩৬ জন আহত হয়েছেন। সারা রাত ধরে বৃষ্টি পড়ায় পথটি পিচ্ছিল ছিল। কর্তৃপক্ষ অবশ্য তদন্ত করে দেখছে যে বাসের ভেতরে কোন রকম বিস্ফোরক দ্রব্য ছিল কীনা। চীনা প্রকৌশলী ও নির্মাণ কর্মীরা কোহিস্তানে একটি বাঁধ নির্মাণে পাকিস্তানকে সাহায্য করছেন। এই দূর্ঘটনার সময়ে পাকিস্তানি ও চীনা নির্মাণকারীরা তাদের কর্মস্থলে যাচ্ছিলেন। এক বিবৃতিতে চীনা দূতাবাস বলেছে বাসে আক্রমণ চালানো হয়েছিল।(এপি)

XS
SM
MD
LG