অ্যাকসেসিবিলিটি লিংক

তেলেঙ্গানায় খাদে বাস পড়ে  ছেচল্লিশ জন নিহত


bus accident telengana
bus accident telengana

তেলেঙ্গানায় খাদে বাস পড়ে ছেচল্লিশ জন নিহত হয়েছে।মঙ্গলবার ভারতীয় সময় সকালে জগতয়াল জেলার কোন্ডাগাট্টুতে একটি সরু রাস্তা থেকে পিছলে খাদে পড়ে যায় তেলেঙ্গানা স্টেট ট্রান্সপোর্ট করপোরেশনের বাসটি। বাসটিতে বাষট্টি জন তীর্থযাত্রী ছিলেন বলে জানা গেছে। তেলেঙ্গানার পুলিশ প্রশাসন জানিয়েছে স্টেট ট্রান্সপোর্ট করপোরেশনের বাসটি জগতয়াল ডিপো থেকে তীর্থযাত্রীদের নিয়ে চকোন্ডাগাট্টুতে পাহাড়ের চূড়ায় একটি মন্দিরে যাচ্ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে যান উদ্ধারকারীরা। মোট কত জনের মৃত্যু হয়েছে তা এখনো নির্দিষ্ট ভাবে জানাতে পারেনি স্থানীয় প্রশাসন।সর্বশেষ খবর অনুযায়ী ছেচল্লিশ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে বেশ কয়েকটি শিশু রয়েছে বলে জানা গিয়েছে।ঘটনায় শোক প্রকাশ করেছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও।

বিস্তারিত জানাচ্ছেন কলকাতা সংবাদদাতা পরমাশিষ ঘোষ রায়।

please wait

No media source currently available

0:00 0:00:49 0:00

XS
SM
MD
LG