কলকাতায় দুদিনের পঞ্চম বার্ষিক বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের শেষে আজ সম্মেলন মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন-“আগামি দিনে শিল্পের গন্তব্য হবে পশ্চিমবঙ্গ। কারণ আমরা হরতাল,বনধ,স্ট্রাইককে প্রশ্রয় দিই না।” তিনি আরও বলেন, “বাণিজ্য সম্মেলনে ২ লক্ষ ৮৪ হাজার কোটির লগ্নির প্রস্তাব এসেছে। প্রস্তাব কার্যকর হলে নতুন ১০ লক্ষ কর্মসংস্থানের সুযোগ ।”
সম্মেলনের শেষ দিন অর্থাৎ আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, “বাণিজ্য সম্মেলনে ৮৬ টি মউ সাক্ষর হয়েছে। বাণিজ্য সম্মেলনে অসাধারণ সাফল্য পেয়েছি।” বিনিয়োগের ক্ষেত্রে এখন সেরা ঠিকানা বাংলা বলে আরও একবার শিল্পপতিদের বার্তা দেন মুখ্যমন্ত্রী।তিনি জানান, ইতিমধ্যেই যা বিনিয়োগ প্রস্তাব এসেছে,তা অপ্রত্যাশিত। নয়া বিনিয়োগে আট থেকে দশলক্ষ কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি হবে। সিলিকন ভ্যালিতে আরও ১০০ একর জমি দেওয়া হয়েছে। এখন মোট ২০০ একর হল। রিলায়েন্স জিও, টিসিএস, কগনিজেন্ট, টেক মাহিন্দ্রা , আইএসআই, ক্যাপজেমিনি জমি চেয়েছে। ২কোটি ৮৪লক্ষ২৮৮ কোটি বিনিয়োগের প্রস্তাব।প্রসঙ্গত বলা পারে, রাজ্যের শিল্পবান্ধব পরিস্থিতির কথা এর আগে বিশ্ব দরবারে তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিল্পপতিদের কাছে বাংলায় লগ্নির বার্তা নিয়ে মুখ্যমন্ত্রী শিল্প সম্মেলন করেছেন ইতালি, জার্মানি, ইউরোপের দেশগুলিতে। যাতে সাড়া দিয়ে বিশ্বের বিভিন্ন দেশ থেকে শিল্পপতিরা বাংলায় বিনিয়োগের বার্তা দিয়েছেন। শিল্পপতিদের কাছে রাজ্য সরকারের সুনির্দিষ্ট বার্তা, “বাংলায় আসুন। বিনিয়োগ করুন।” এবারের সন্মেলনে উপস্থিত ছিলেন গত কাল ছাব্বিশটি দেশ বলা হলেও আজ তা দাড়ায় গিয়ে ৩৬টি দেশের প্রতিনিধিতে।
কলকাতা সংবাদদাতা পরমাসিষ ঘোষরায়ের প্রতিবেদন।