অ্যাকসেসিবিলিটি লিংক

কায়রোর বিভিন্ন স্থানে গাড়ীবোমা হামলায় পাঁচ জন নিহত


মিশরের রাজধানী কায়রোতে পুলিশ সদরদপ্তরসহ বিভিন্ন স্থানে আত্মঘাতি গাড়ীবোমা হামলায় অন্তত পাঁচ জন নিহত হয়েছে।

নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন হামলাকারী শুক্রবার সকালের দিকে কায়রোর পুলিশ সদর দপ্তরের পার্কিং লটে প্রথম বিস্ফোরণটি ঘটায়। তার কয়েক ঘন্টা পর নীল নদের কাছে একটি মেট্রো ষ্টেশনে আরেকটি বিস্ফোণ ঘটে যাতে একজন নিহত হয় এবং বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা আহত হয়।

স্বরাস্ট্র মন্ত্রনালয় সূত্র জানায় গিজা এলাকায় পুলিশ স্টেশনের কাছে তৃতীয় বিস্ফোরণটি ঘটে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

এসব বিস্ফোরণের দায় কেউ শিকার করেনি। তবে গত জুলাইতে সাবেক প্রেসিডেন্ট মোহামেদ মোরসীকে ক্ষমতাচ্যুত করার পর থেকে দেশের বিভিন্ন স্থানে ঘটা হামলার জন্য ইসলামপন্থী জঙ্গী দলসমূহকে দায়ী করা হয়েছে।

মিশরের সাপ্তাহিক ছুটি শুরুর প্রথম দিন শুক্রবার সকালের দিকে এই বিস্ফোরণগুলো এমন সময় ঘটল, যখন দেশের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনী মুবারকের বিরুদ্ধে বিক্ষোভ শুরুর হওয়ার তৃতীয় বার্ষিকী শুরু হচ্ছিল।
XS
SM
MD
LG