অ্যাকসেসিবিলিটি লিংক

গরমে নাজেহাল হয়ে কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের কর্মবিরতি


গরমে নাজেহাল হয়ে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত নিজেরাই কর্মবিরতির সিদ্ধান্ত নিল কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশন। প্রধান বিচারপতি, মঞ্জুলা চেল্লুর এ সিদ্ধান্তকে স্কুলের বাচ্চাদের মত বলে ভর্তসনা করলেও একটানা তাপ আর ঘেমো আবহাওয়ায় নাকাল সকলেই। আইনজীবিরা এ-ও বলে রেখেছেন, আগামী সোমবার তাঁরা বৈঠকে বসে স্থির করবেন, কর্মবিরতি আরও চলবে কি না।

আবহাওয়া দপ্তরের হিসেব অনুসারে প্রতি বছর দক্ষিণবঙ্গে বর্ষা নামবার কথা ৮ জুন। এ বছর তা তো হলই না, আগামী ১৭ জুন যে পয়লা আষাঢ়ে শাস্ত্রীয় মতে বর্ষাকালের সূচনা হওয়ার কথা, ওই তারিখের মধ্যেও বর্ষার আগমনের নিশ্চয়তা দিতে পারছে না। গরমের কষ্ট দেখে রাজ্য সরকার ইতিমধ্যেই সব স্কুলে গ্রীষ্মের ছুটি ১৫ জুন পর্যন্ত বাড়িয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। কিন্তু বর্ষা নামবে কবে, তারই কোথাও কোনও সদুত্তর নেই।

সরাসরি লিংক

XS
SM
MD
LG