অ্যাকসেসিবিলিটি লিংক

লণ্ডনের টিউব ট্রেনে জঙ্গীহানায় কলকাতা পুলিশ উদ্বিগ্ন


লণ্ডনের টিউব ট্রেনে জঙ্গীহানা এই প্রথম নয়। ঘটনার কথা জেনে কলকাতা পুলিশের হৃতকম্প বেড়ে গিয়েছে। কটা দিন পরেই উৎসবের মওসুম, তারও আগে থেকে বাজারহাটের জন্য মেট্রো ট্রেন ভিড়ে থিক থিক করবে। কেমন করে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে?

কলকাতায় মেট্টোর নিরাপত্তা যে ঢিলেঢালা, তা নতুন কিছু নয়। প্রহরারত পুলিশ থেকে স্ক্যানার ইত্যাদি যন্ত্রও প্রায়ই সচল থাকে না। শুক্রবার লণ্ডনের যে পার্সনস গ্রিন স্টেশনে ট্রেনের মধ্যে বিস্ফোরণ হল, সেটি কিন্তু ভূগর্ভে নয়, মাটির ওপর। ভূগর্ভে হলে তার অভিঘাত ও মানুষের আতঙ্ক অনেক বেশি হত। কলকাতা মেট্রোও কিছুটা ভূগর্ভে, কিছু ওপরে। মেট্রোয় জঙ্গী আক্রমণের আশঙ্কা যে বাস্তব তা সবাই জানে। তবু দুশ্চিন্তা করা ছাড়া আসল কাজ বিশেষ কিছুই হয় নি। লণ্ডনের বিস্ফোরণ দুশ্চিন্তা বহু গুণ বাড়িয়ে দিল।

please wait

No media source currently available

0:00 0:00:56 0:00

XS
SM
MD
LG