ভারতে ISIS এর জঙ্গি সমর্থকরা পশ্চিমি নাগরিকদের উপর আক্রমণ চালাতে পারে বলে সেখানকার গোয়েন্দা বিভাগ সতর্ক করে দিয়েছে। এ সম্পর্কে কোলকাতা প্রতিবেদক গৌতম গুপ্তের রিপোর্ট:
সরকারী ও বেসরকারী সংবাদ সংস্থা সুত্রে জানা গেছে যে ভারতের তদন্ত সংস্থা NIA‘র মতে পশ্চিম বঙ্গের বর্ধমান জেলার বিস্ফোরণের পেছনে কাজ করেছে বৃহত্তর বাংলাদেশ গঠনের ছক। এ সম্পর্কে ভারতের কেন্দ্রীয় সরকার, বাংলাদেশকে জানিয়েছে। আমাদের কোলকাতা সংবাদদাতা পরমাশীষ ঘোষ রায়ের টেলিফোন বার্তা