ক্যালিফোর্নিয়া রাজ্যের উত্তরাঞ্চলে ব্যাপক বিস্তৃত এলাকা জুড়ে দাবাগ্নি ছড়িয়ে পড়েছে। উত্তরপশ্চিমাঞ্চলের অবাসিক এবং বাণিজ্য এলাকায় সর্তকতা দ্বিগুণ করা হয়েছে। সান ফ্রান্সিসকোর উত্তরাঞ্চলের লোয়ার লেইক এলাকায় এপর্যন্ত ২৪ হাজার হ্যাক্টোর জমিসহ ২৪টি বাড়ী এবং ২৬টি দোকান, গাড়ীর গ্যারাজ ইত্যাদি পুড়ে গেছে।
রবিবার রাতেই প্রায় ৫৪ হাজার একর কাপুড়ে গেছে। তবে এখনও পর্যন্ত কাউর হতাহতের খবর পাওয়া যায়নি।
ইতিমধ্যে ১২ হাজার মানুষকে অন্যত্র সরিয়ে নিতে হয়েছে। এ পর্যন্ত ব্যাপক বিস্তৃত দাবাগ্নির মাত্র ৫ ভাগ নেভানো সম্ভব হয়েছে।
অনেক সময় বজ্রপাত, শুকনো গাছপালা এবং প্রবল বাতাসের কারণে দাবাগ্নি শুরু হয়।