বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ার রিজক্রেস্ট শহরের কাছে,লস এঞ্জেলেস থেকে ২০০ মাইল দূরে ৬.৪ মাত্রার এক শক্তিশালী ভুমিকম্প আঘাত হানে।
বিভিন্ন সংবাদসুত্রে জানা যায়, কয়েক বছরের মধ্যে এটিই সবাচাইতে শক্তিশালী ভুমিকম্প। হতাহতের সংখ্যা এখনো জানা না গেলেও, কর্মকর্তারা জানান বিভিন্ন জায়গা থেকে তারা জরুরী সাহায্যের জন্য অনুরোধ পাচ্ছেন।
এই বিষয়ে ক্যালিফোর্নিয়ায় বসবাসরত সাইফুর রহমান ওসমানী জিতু ভয়েস অফ আমেরিকা কে জানান ভূমিকম্পে বাড়িঘর কেঁপে ওঠে এবং রিজক্রেস্টের কিছু বাড়িতে আগুন ধরে যায়।