যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়াতে এই পর্যন্ত দুটি শক্তিশালী ভুমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার রিজক্রেস্ট ও ট্রোনা তে ৬.৪ মাত্রার ভুমিকম্প আঘাত হানে। এরপর শুক্রবারের ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৭.১ যাকিনা বিশ বছরের মধ্যে সবচাইতে শক্তিশালী ভুমিকম্প। কর্মকর্তারা জানিয়েছেন এই ভূমিকম্পের ফলশ্রুতিতে আগামী বছরগুলোতে ছোট ছোট অনেক ভু কম্পন অনুভুত হবে ঐ অঞ্চলে।
ভুকম্পবিদরা জানিয়েছেন, বৃহস্পতিবার মোহাভে মরুভুমির শহর রিজক্রেস্ট ও ট্রোনা তে যেই ভুমিকম্প আঘাত হানে, তার চাইতে দশগুণ শক্তিশালী ছিল শুক্রবারের ভূমিকম্পটি। রিজক্রেস্টে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। এবং ট্রোনার বাসিন্দাদের জন্য বোতলজাত বিশুদ্ধ পানি সরবরাহের আহ্বান জানিয়েছেন সেখানকার কর্মকর্তারা।
ভূমিকম্পে বেশ কিছু ভবন আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখনো পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
গভর্নর গ্যভিন নিউসম তাঁর অঙ্গরাজ্যে জরুরী অবস্থা ঘোষণা করার জন্য হোয়াইট হাউসকে অনুরোধ জানিয়েছেন।