ক্যালিফোর্নিয়ার ইতিহাসে সবচাইতে ভয়াবহ দাবাগ্নি এই পর্যন্ত প্রায় ৬৩ মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। ৬০০ এর বেশী মানুষ এখনো নিখোঁজ রয়েছে। অগ্নিনির্বাপক কর্মীরা জীবন বাজি রেখে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন। ক্যালিফোর্নিয়ার দক্ষিণ এবং উত্তরের দুটো শহর আগুনে পুড়ে ছাই হয়েছে। প্যারাডাইস শহরের ঠিক পাশেই অবস্থিত চিকো শহর এবং সেখানে পরিবার নিয়ে বসবাস করেন কাজী শামীম হাসান। ভয়েস অফ আমেরিকার সানজানা ফিরোজের সঙ্গে কথা বলে বর্তমান পরিস্থিতি বর্ণনা দিয়েছেন।