অ্যাকসেসিবিলিটি লিংক

 ক্যালিফোর্নিয়ায় বনাগ্নি, ব্যাপক ক্ষয়ক্ষতি


ক্যালিফোর্নিয়ার 'সিয়েরা ন্যাশনাল ফরেস্ট' অঞ্চলে দ্রুত একটি বনাগ্নি প্রায় দুশো লোককে চারদিক দিয়ে ঘিরে ফেললে, রবিবার সকালে তাদেরকে হেলিকপ্টারের সাহায্যে উদ্ধার করা হয়I তাপমাত্রা রেকর্ড পরিমান ১১৬ ডিগ্রির ওপরে পৌঁছালে,'ন্যাশনাল ফরেস্টে' বেশ কতগুলি বনাগ্নি শুরু হয়I হেলিকপ্টারে উদ্ধারের সময়, দুজন আহত হনI

১৫ই অগাস্ট থেকে ক্যালিফোর্নিয়ায় ৯০০টি বনাগ্নি ২,৩৪৩ বর্গ মাইল এলাকা পুড়ে ধূলিস্যাৎ করেছে, ৯জনের মৃত্যু এবং ৩,৩০০ বসতি সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত হয়েছেI
লস এঞ্জেলেসের সান ফার্নান্দো উপত্যাকায় শনিবার ও রবিবার ১১৭ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়I সেখানকার কর্তৃপক্ষ, জনগণকে বিদ্যুৎ সংরক্ষণ করার আবেদন জানান, যাতে করে জাতীয় পাওয়ার গ্রিডের ওপর চাপ কম হয় I

XS
SM
MD
LG