যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা রবিবার রাতে হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে এক বিরল ভাষণ দেবেন। সন্ত্রাসবাদের বিষয়ে আমেরিকানদের যে আশংকা রয়েছে তা হ্রাস করার আশা রাখেন তিনি। এক মুখপাত্র বলেছেন ক্যালিফর্নিয়ায় বুধবার যে হত্যাযজ্ঞ হয তার তদন্ত বিষয়ে ওবামা সবশেষ তথ্য জানাবেন। এছাড়াও তিনি সন্ত্রাসবাদের হুমকি এবং কিভাবে তা দমন করা যায় সে বিষয়েও বক্তব্য রাখবেন।
ওভাল অফিস থেকে এই তৃতীবার তিনি ভাষণ দেবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে যখন প্রেসিডেন্টরা কিছু বলতে চান তখনই তারা ওভাল অফিস ব্যবহার করেন। ওবামা সব শেষ ভাষণ দেন সেখান থেকে যখন তিনি ২০১০ সালে ইরাকে যুক্তরাষ্ট্রের যোদ্ধৃ ত্যপরতা অবসানের কথা ঘোষণা করেন।
বুধবার যুক্তরাষ্ট্রে জন্মগ্রহনকারী সাইদ রিজওয়ান ফারুক এবং তার পাকিস্তানি স্ত্রী তাসফিন মালিক ক্যালিফর্নিয়ায় এক হত্যাযজ্ঞে ১৪জনকে হত্যা করে। তাদের হামলায় ২১জন আহত হয়।
সেন বার্নাডিনোতে স্থানীয় সরকারের কর্মীদের এক অনুষ্ঠানে তারা গুলি চালায়।