ক্যালিফোর্নিয়ার রেলের কর্মচারী যে আটজনকে বন্দুকের গুলিতে হত্যা করেছে এবং আইন প্রয়োগকারীরা তাকে ধরতে গেলে সে নিজেকেও হত্যা করে সে আগেও কর্মক্ষেত্রে লোকজনকে হত্যার কথা বলতো। স্যামুয়েল ক্যাসিডি নামের এই লোকটির প্রাক্তন স্ত্রী বলছেন, এমন কী দশ বছরের ও আগেই সে তার কাজের ব্যাপারে খুবই বিরক্ত ছিল। সিসিলিয়া নেমস অশ্রুসজল চোখে বলেন,“ আমি তাকে কখনই বিশ্বাস করিনি যে সে এটা করতে পারে, কিন্তু তাই-ই করলো”। একজন আহত ব্যক্তি সংকটপূর্ণ অবস্থায় রয়েছে।
এটি হচ্ছে এ বছর যুক্তরাষ্ট্রে ১৫তম এ ধরণের গুলি চালনার ঘটনা এবং এ বছর এই ধরণের হত্যাকান্ডে ৮৬ জন মারা গেছে।