অ্যাকসেসিবিলিটি লিংক

ক্যালিফোর্নিয়া রাজ্যে দাবানল এখনও ছড়াচ্ছে


Fire crews battle a wildfire in Santa Rosa, California, Oct. 14, 2017.
Fire crews battle a wildfire in Santa Rosa, California, Oct. 14, 2017.

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যে দাবানল এখনও ছড়াচ্ছে। ওই রাজ্যে এর আগে এত ভয়াবহ অগ্নিকান্ড আর দেখা যায়নি। এক সপ্তাহ ধরে তা ছড়াচ্ছে।

শনিবার মৃতের সংখ্যা দাড়িয়েছে অন্তত ৪০এ। অন্তত ১৬টি স্থানে এখনও আগুন জলছে। একটি স্থানে প্রায় ১৬০ বর্গ কিলোমিটার এলাকা দাবানলে কবলিত। প্রায় ৫৭০০ ঘর বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠান এলাকা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। প্রায় এক লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যেতে বাধ্য হয়েছেন। অনেকে অবশ্য ঘরবাড়ি ছেড়ে যাচ্ছেন না।

সোনোমা শহরে আগুন ছড়িয়েছে। ওই এলাকা ক্যালিফর্নিয়ার ওয়াইন শিল্পের জন্য বিখ্যাত। ১১ হাজার বাসিন্দার ওই শহর থেকে ৪০০ পরিবার ঘরবাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হয়।

কাছাকাছি সান্তা রোসা শহর থেকেও ব্যাপক ভাবে লোকজনকে সরিয়ে নেওয়া হয়। স্যান ফ্রান্সিসকো বে এলাকার উত্তর দিকে ব্যাপক এলাকা জুড়ে অব্যাহত দাবানলের কারণে সেখানে বাধ্যতামূলক ভাবে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

৯ হাজারের বেশী মানুষ ক্যালিফর্নিয়ার দাবানল মোকাবেলায় লড়ে যাচ্ছে।

XS
SM
MD
LG