ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলে যে দাবানলে অন্তত ১৫ জন নিহত এবং হাজার হাজার বাড়িঘর ও দোকানপাট পুড়ে গেছে । প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ঐ অঞ্চলটিকে বড় রকমের দূর্গত এলাকা বলে ঘোষা করেছেন। এই ঘোষণার কারণে কেন্দ্রীয় সরকারের জরুরি সাহায্য কয়েক কোটি ডলার বাড়িয়ে দেওয়া হলো।
ট্রাম্প বলেন যে তিনি ক্যালিফোর্নিয়ার গভর্ণর জেরি ব্রাউনকে জানিয়েছেন যে ফেডারেল সরকার সেই রাজ্যের জনগণের সঙ্গেই রয়েছে । তিনি বলেন , “ এই বিয়োগান্তক এবং প্রয়োজনের ভয়ঙ্কর সময়ে আমরা আপনাদের সঙ্গেই থাকছি”।
মঙ্গলবার শেষ বিকেলেও ১৭ টি বড় রকমের বনাগ্নি স্যান ফ্রান্সিস্কোর উত্তর এলাকায় সব কিছু পুড়িয়ে ফেলছিল। সেখানেই বিশ্বের বিখ্যাত আঙ্গুর বাগান এবং মদের ব্যবসা কেন্দ্র রয়েছে।
দমকল বাহিনীর লোকজন বলছেন যে আবহাওয়া খানিকটা ঠান্ডা হয়ে আসায় আগুন নেভাতে সেটা সহায়ক হচ্ছে। কিন্তু প্রচন্ড বাতাস এবং শুষ্ক আবহাওয়ার দরুণ সমস্যা হচ্ছে এখনও।
এ পর্যন্ত ৪৬ হাজার হেক্টারের ও বেশি এলাকা এ পর্যন্ত সম্পুর্ণ ধ্বংস হয়ে গেছে এবং হাজার হাজার লোক গৃহহীন হয়ে পড়েছে , কেউ কেউ কেবল কাপড়চোপড় নিয়ে অগ্নি দগ্ধ এলাকা থেকে পালিয়ে যাচ্ছেন।
নিহতদের মধ্যে রয়েছে ১০০ বছর বয়সী এক ব্যক্তি এবং ৯৯ বছর বয়সী তার স্ত্রী যারা ঐ সময়ে সেখান থেকে পালিয়ে বেরুতে পারেননি।