অ্যাকসেসিবিলিটি লিংক

হ্যালো ওয়াশিংটন : বাংলাদেশে রাজনৈতিক অচলাবস্থা এবং নিরসনের উপায়


আজ আমাদের কল ইন শো’র বিষয় হচ্ছে বাংলাদশে রাজনৈতিক অচলাবস্থা নিরসনের উপায় । আমাদের অতিথী প্যানেলে আছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রবীণ আইনজ্ঞ, বাংলাদেশের প্রাক্তন পররাষ্ট্র মন্ত্রী ও ড কামাল হোসেন , রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞানের অধ্যাপক এবং বর্তমানে তথ্য কমিশনার ড সাদেকা হালিম,আর রয়েছেন আমেরিকান পাবলিক ইউনিভার্সিটির ফ্যাকাল্টি , বিশিষ্ট রাষ্ট্র বিজ্ঞানী ড সাইদ ইফতিখার আহমেদ

আমরা জানি যে কবি শামসুর রাহমান যাকে বলেছিলেন উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ, সেই রকম এক অভিনব , অকল্পনীয় রাজনৈতিক পরিবেশ এখনকার বাংলাদেশে। রাজনৈতিক দলগুলোর দাবি দাওয়া, সরকারের নরম-গরম অবস্থান, হেফাজতে ইসলামের উত্থান ও সহিংসতা, যুদ্ধাপরাধীদের বিচার বন্ধে জামায়াতে ইসলামির সহিংস বিক্ষোভ, এ সব কিছুর মধ্যে দেশে এক অনিশ্চয়তা বিরাজ করছে। বিশেষত কয়েকদিন আগে হেফাজতে ইসলামের অবরোধকে কেন্দ্র করে ঢাকা শহরে যে তান্ডব চললো এবং সরকারী অভিযানে ক জন প্রাণ হারিয়েছে তার সংখ্যা নিয়ে এখন ও সরকার ও বিরোধীপক্ষের মধ্যে তীব্র মতভেদ রয়েছে। আজ আমাদের জিজ্ঞাসা ও জবাবের এই আয়োজনে , আমাদের বিশেষজ্ঞ প্যানেল সদস্যের উত্তর আর শ্রোতাদের প্রশ্ন মন্তব্যের মাধ্যমে আমরা জেনে নেবো যে এই পরিবেশ থেকে বাংলাদেশ কি ভাবে বেরিয়ে আসতে পারে।


please wait

No media source currently available

0:00 0:44:40 0:00
সরাসরি লিংক
XS
SM
MD
LG