অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে সাংঘর্ষিক রাজনীতি এবং গণতন্ত্রের ভবিষ্যৎ



আপনাদের জিজ্ঞাসা আর আমাদের বিশেষজ্ঞদের জবাবের এই আয়োজনে আজ যে সব বিশেষজ্ঞরা আমাদের সঙ্গে টেলিসম্মিলনী লাইনে যোগ দিয়েছেন , তাঁরা হচ্ছেন ঢাকা থেকে , ঢাকা থেকে বিশিষ্ট আইনজ্ঞ , সংবিধান বিশেষজ্ঞ এবং ব্রাক বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডীন ড শাহদীন মালিক । আরও রয়েছেন এখানে এই ওয়াশিংটন ডিসি’র Woodrow Wilson International Center for Scholars এর Public Policy Scholar এবং Illinois State University ‘র Politics and Government এর অধ্যাপক , ড আলী রীয়াজ ।

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক চালচিত্র দেশে বিদেশে প্রায় সব বাংলাদেশীরই জানা আছে। অনেকেই বলেন যে পরিহাসের ব্যাপারটি হচ্ছে যে রাষ্ট্র সেই ১৯৫২ সাল থেকে গণতান্ত্রিক অধিকারের জন্যে সংগ্রাম করে এসছে এবং সেই সংগ্রামের ফলেই একটি সফল মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে ১৯৭১ সালে যে রাষ্ট্রটির জন্ম , যে রাষ্ট্র খুব অল্প সময়ের মধ্যে একটি সংবিধান রচনা করেছে , সেই রাষ্ট্রটি বার বার গণতন্ত্রের কথা বলেই সাংঘর্ষিক রাজনীতির পথে চলে যাচ্ছে। বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্যে সংগ্রাম করেছে , ৬২ তে , ৬৯ এ , ৭১ এর অসহযোগ আন্দোলন এবং এমনকি ৯০ ‘এর গোড়ায় এরশাদ বিরোধী আন্দোলন । এ সব আন্দোলনে মানুষ স্বতস্ফূর্ত ভাবে অংশ নিয়েছে এবং সহিংসতা হয়েছে যৎসামান্যই । কিন্তু ৯০ ‘এর পর থেকে রাজনৈতিক আন্দোলনগুলো নিয়েছে ভ্ন্নি রূপ। সেখানে জনগণ জিম্মি হয়ে পড়ে , এই সহিংসতার । রাজনৈতিক দলগুলো একটা আপোষ রফায় পৌঁছুতে পারে না। এ সব কিছুর আলোকেই গণতন্ত্রের ভবিষ্যৎ কি হবে , সে নিয়ে আজকের এই কল ইন শো।

please wait

No media source currently available

0:00 0:45:33 0:00
সরাসরি লিংক
XS
SM
MD
LG