অ্যাকসেসিবিলিটি লিংক

হ্যালো ওয়াশিংটন : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত প্রার্থী : দ্বি দলীয় অবস্থান


আজ আপনাদের জিজ্ঞাসা আর আমাদের অতিথি বিশেষজ্ঞদের এই জবাবের অনুষ্ঠান কল ইন শো’র বিষয় হচ্ছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত প্রার্থী : দ্বি দলীয় অবস্থান

যেমনটি আমরা জানি যে ২০১৬ সালের নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রাথীদের মনোনয়ন এখন চূড়ান্ত । রিপাবলিকান দল থেকে ডনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাটিক দল থেকে হিলারি ক্লিন্টন এই নিবার্চনে নিজ নিজ দলের মনোনীত প্রার্থি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। প্রার্থি অবশ্য আরও আছেন লিবারটেরিয়ান পার্টি থেকে গ্যারি জনসন এবং গ্রীন পার্টি থেকে জীল স্টাইন।

তবে এই নির্বাচনের প্রায় সবটুকু জুড়েই রয়েছে যুক্তরাষ্ট্রের দুটি প্রধান দল ডেমোক্র্যাটিক এবং রিপাবলিকান পার্টির মধ্যে প্রতিযোগিতা। ডনাল্ড ট্রাম্পের সঙ্গে রানিং মেইট হিসেবে ভাইস প্রেসিডেন্ট পদে দাঁড়িয়েছেন মাইক পেন্স আর হিলারি ক্লিন্টনের রানিং মেইট হচ্ছেন টিম কেইন । দীর্ঘ নির্বাচনী প্রক্রিয়া, বিবাদ ও বিতর্ক শেষে এবার দুই প্রধান প্রতিদ্বন্দ্বির নাম নিজ নিজ দলের পক্ষ থেকে চূড়ান্ত হয়েছে। দুটি দলের অবস্থান, কনভেনশন , প্রার্থি বাছাই প্রক্রিয়া এসব নিয়েই আজকের আলোচনা

আজ আমাদের অতিথি প্যানেলে টেলি সম্মিলনি লাইনে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন টেক্সাসের এ এন এম ইউনিভার্সিটির সমাজতত্ব বিভাগের সহযোগি অধ্যাপক ও গবেষক, ডেমক্র্যাটিক পার্টির সমর্থক ড মেহনাজ মোমিন, রয়েছেন নিউ ইয়র্ক থেকে ঐ রাজ্যের রিপাবলিকান ক্লাব, এম্পায়ার ক্লাবের সদস্য নির্মল পাল এবং আরও আছেন ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক ড. আবু নাসের।

সরাসরি লিংক

XS
SM
MD
LG