অ্যাকসেসিবিলিটি লিংক

ক্যামবোডিয়ায় ভোট কেন্দ্রগুলো বন্ধ হয়েছে, ভোটগণনা শুরু হয়েছে


ক্যামবোডিয়ায় ভোট কেন্দ্রগুলো বন্ধ হয়েছে এবং ভোটগণনা শুরু হয়েছে। অনুমান করা হচ্ছে সাধারণ নির্বাচনের ফলাফল প্রধানমন্ত্রী হুন সেনের ২৮ বছরের শাসন আমলের মেয়াদ সম্প্রসারিত করবে।

বিরোধী নেতা স্যাম রেনসি অভিযোগ করেছেন যে দীর্ঘ দিনের শাসক অন্যায্য নির্বাচন করেছেন এবং এই হুমকি দিয়েছেন যে তার দল যদি ভোটে কারচুপির প্রমান পায়, তাহলে তারা প্রতিবাদ বিক্ষোভ করবে।

স্যাম রেনসি এবং তার ক্যামবোডিয়া জাতীয় উদ্ধার পার্টি বলেছেন প্রধানমন্ত্রী’র ক্যামবোডিয়ান পিপলস পার্টি, পিপিপি, বিরোধীদের ক্রমবর্ধিত জনপ্রিয়তাকে ভয় পায়। তিনি সরকারের বিরুদ্ধে অভিযোগ করেছেন যে তারা এমন ব্যবস্থা করেছেন যা আরেক মেয়াদের জন্য, হুন সেনের বিজয় নিশ্চিত করবে।


পিপিপি ওই অভিযোগ অস্বীকার করেছে এবং ভবিষ্যৎবানী করছে যে তারা বিপুল ভোটের পার্থক্যে জয়লাভ করবে। কয়েক দশকের যুদ্ধ, বিশৃঙ্খলা, এবং ব্যাপক গনহত্যার পর ক্যামবোডিয়ায় অর্থনৈতিক প্রবৃদ্ধি আনার জন্য তারা প্রধানমন্ত্রীকে কৃতিত্ব দেন।

রবিবার রাতে নির্বাচনের ফলাফল পাওয়া যাবে বলে অনুমান করা হচ্ছে।
XS
SM
MD
LG