অ্যাকসেসিবিলিটি লিংক

কাম্বোডিয়ায় উত্সব চলাকালে পদপিস্ট হয়ে প্রায় চারশ লোকের প্রাণহাণী


কাম্বোডিয়ায় উত্সব চলাকালে পদপিস্ট হয়ে প্রায় চারশ লোকের প্রাণহাণী
কাম্বোডিয়ায় উত্সব চলাকালে পদপিস্ট হয়ে প্রায় চারশ লোকের প্রাণহাণী

কাম্বোডিয়ায় মানুষ পনম পেনের হাসপাতালে হাসপাতালে গিয়ে আত্মীয়-পরিজনের সন্ধান করে ফিরছেন – রাজধানী শহরের জল উত্সব চলাকালে পদপিস্ট হয়ে – ধাক্কাধাক্কিতে কম হলেও ৩ শো ৭৮ জন প্রাণ হারানোর পরবর্তী সময়ে । সোমবারের ঐ দূর্ঘটনায় বেশির ভাগ মৃত্যুই ঘটে ধস্তাধস্তি-ধাক্কাধাক্কিতে – শ্বাসরুদ্ধ হয়ে অথবা নদীতে ডুবে। টোনলে সাপ নদীর তীরে একটি দ্বীপে জমায়েত লোকজন হঠাত্ ঘাবড়ে গিয়ে ছোট সেতু পার হবার চেষ্টা করলে বহু লোক পদপিস্ট হয়ে , ধাক্কাধাক্কিতে শ্বাসরুদ্ধ হয়ে প্রাণ হারায়। অনেকে লাফ দিয়ে নদীতে পড়লে ডুবে মারা যায় । মঙ্গলবার হতাহতদের জন্যে প্রার্থনা সভার আয়োজন করা হয় ।
ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারী ক্লিনটন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ ঘটনায় সমবেদনা জানিয়েছেন ।

XS
SM
MD
LG