অ্যাকসেসিবিলিটি লিংক

ক্যাম্বোডিয়ার প্রধান বিরোধীদলের কর্মকান্ড বাতিল


ক্যাম্বোডিয়ার সুপ্রিম কোর্ট এক আদেশের মাধ্যমে দেশের প্রধান বিরোধীদলের কর্মকান্ড বাতিল করেছে।

বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের নয় সদস্যের বেঞ্চে দেশের ১১৮-সদস্য বিশিষ্ট Cambodia National Rescue Party কে সকল ধরণের রাজনৈতিক কার্যক্রম থেকে ৫ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। Cambodian People's Party থেকে নির্বাচিত দেশটির প্রধানমন্ত্রী হুন সেনের মামলার প্রেক্ষিতেই আদালত বিরোধী দলের কর্মকান্ড বাতিল করেন।

ঐ মামলায় হুন সেন অভিযোগ করেন Cambodian People's Party দেশের সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছিল। অনেকেই বলেন হুন সেন একজন স্বৈরাচারী প্রধানমন্ত্রী। তিনি ১৯৮৫ সাল থেকে ক্যাম্বোডিয়ার প্রধানমন্ত্রী।

XS
SM
MD
LG