অ্যাকসেসিবিলিটি লিংক

কলকাতার রাস্তায় কয়েক দিন ধরে চোখে পড়ছে উটের দল


কলকাতার রাস্তায় কয়েক দিন ধরে চোখে পড়ছে উটের দল। কৌতুহলী মানুষের প্রশ্ন - মরুভূমির জাহাজ বলে পরিচিত এই প্রাণীটি কলকাতায় কেন? জানা যাচ্ছে, সেই সুদূর রাজস্থান রাজ্যের প্রায় মরুভূমি অঞ্চল চুরু জেলা থেকে প্রতি বছর ঠিক ইদ-উজ-জোহার আগে প্রায় ২ হাজার উট নিয়ে আসা হয় কলকাতা আর শহরতলীর পশু বাজারে। উতসবের সময় কোরবানির জন্যই পালকেরা উট নিয়ে আসেন। প্রধানত মেটিয়াবুরুজ, সোনারপুর আর উলুবেড়িয়ার পশু বাজারে উট কেনাবেচা হয়। একেকটি উটের দাম পড়ে ৫০,০০০ থেকে দেড় লক্ষ টাকা। এত বেশি দামের জন্য বাজারে উটের চাহিদা কমে গিয়েছে। চুরু থেকে কলকাতার দূরত্ব ১,৬০০ কিলোমিটার। দেশের চার রাজ্যের মধ্যে দিয়ে হেঁটে এই পথ অতিক্রম করতে প্রায় তিন মাস সময় লাগে - উটেরা দিনে গড়ে ২০ কিলোমিটার করে হাঁটে। এত কষ্টের পরে বেশির ভাগ উটই বিক্রি হয় না, ফের তিন মাস হেঁটে রাজস্থানে ফেরা।গৌতম গুপ্তের রিপোর্ট:

please wait
Embed

No media source currently available

0:00 0:00:52 0:00

XS
SM
MD
LG