অ্যাকসেসিবিলিটি লিংক

ক্যামেরুনে স্কুলে বিচ্ছিন্নতাবাদীদের হামলা 


ক্যামেরুনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় 'কুম্বা' শহরে শনিবার, সশস্ত্র দুষ্কৃতিকারীরা স্কুলে হামলা চালিয়ে ৪ জন শিশুকে হত্যা করেছে এবং হামলায় আরো ১৫জন আহত হন I সরকার এই হামলার জন্য বিচ্ছিন্নতাবাদীদের দোষারোপ করে, যারা স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলোI

এই এলাকার শীর্ষ সহকারী কর্মকর্তা, সি,এন, নডং বলেন, ঘটনাস্থলেই ৪টি শিশুর মৃত্যু হয়I গুরুতর অবস্থায় ৭ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়I এই হামলার কৃতিত্ব কেউ দাবি না করলেও, সেপ্টেম্বর মাসে বিচ্ছিন্নতাবাদীরা সামাজিক মাধ্যমে ক্যামেরুনের ইংরেজি-ভাষী অঞ্চলে স্কুল খোলার ব্যাপারে হুঁশিয়ারি দিয়েছিলোI

XS
SM
MD
LG